
প্রিন্ট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ এএম
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হুমকির অভিযোগ, বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় নরসিংদীর রায়পুরা উপজেলার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া মাসুদকে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন আলীর বিরুদ্ধে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে রায়পুরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ দাবি করেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর থেকে তাকে নিয়মিত হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন আলী। তিনি আরও বলেন রবিবার ইউনিয়নের একটি রাস্তার সমস্যার সমাধানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে চেয়ারম্যান তাকে অশালীন ভাষায় গালমন্দ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।”
মাসুদ বলেন, চেয়ারম্যান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও জমি দখলসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। তার প্রভাবের কারণে স্থানীয়রা এসব বিষয়ে মুখ খুলতে সাহস পান না এবং আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে দ্রুত প্রতিকার চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর নিকট উপরোক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি বালু ব্যবসা বৈধভাবে ইজারা নিয়ে করি। আমাকে ইউনিয়নের লোকজন পছন্দ করে বলেই আমি চেয়ারম্যান। যারা অভিযোগ করেছে তারা নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যার দিকে আঙুল তুলে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন, যুবদলের সদস্য সচিব নূর আহাম্মদ মানিক, হুমায়ুন কবির এবং উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।