
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম
নেত্রকোনায় ধর্ষণ মামলায় তিন যুবকের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি :
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম

ছবি - সংগৃহীত
নেত্রকোনায় কিশোরী ধর্ষণের ঘটনায় তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। আরেক ধারায় প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. একেএম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. নুরুল কবীর রুবেল বলেন, রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ঠাকুরাকোনা এলাকার কাজল সরকারের ছেলে অপু চন্দ্র সরকার (২০), গফুর মিয়ার ছেলে মামুন আকন্দকে (২৫) ও মৃত চান মিয়ার ছেলে সুলতান মিয়া (২২)। এর মধ্যে অপু সরকার জেলা ছাত্রলীগের সাবেক কৃষিবিষয়ক উপসম্পাদক ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরাকোনা গ্রামের ওই তিন যুবক এক কিশোরীকে পাশের খামারে নিয়ে ধর্ষণ করেন। ওইদিন রাত ৮টার দিকে মেয়েটির মা কৌশলে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। কিশোরী ওই তিন আসামি তাকে ধর্ষণ করেছে বলে জানায়। ঘটনাটি জানাজানি হলে লোকলজ্জায় ওই সে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় প্রথমে পুলিশ একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে। কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পৃথক দুটি মামলা করেন। পরে ঘটনায় অভিযুক্ত তিন যুবককে পুলিশ গ্রেফতার করে। তাদের আদালতে তোলা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ৫ এপ্রিল অভিযোগপত্র জমা দেয়। ১৬ জনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন পীযূষ কান্তি সরকার, আনিসুর রহমান এবং আবদুল হামিদ।