
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
পাইকগাছায় আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম

খুলনার পাইকগাছায় হোটেল আল মদিনা থেকে শেখ বদরুল আলম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ জানায় বদরুল আলমের বাড়ী পাইকগাছার পাশ্ববর্তী আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামে।
‘৮-১০ বছর যাবৎ’ তিনি এই হোটেলে বোর্ডার হিসেব থাকেন। পুলিশের ধারণা ২-১ দিন আগে তার মৃত্যু হতে পারে। শারিরীক ভাবে তিনি অসুস্থ ছিলেন। হোটেলের দোতলার ২৮ নম্বর কক্ষের বোর্ডার তিনি। কক্ষে সিসকিনি লাগানো অবস্থায় ওয়াশরুমের দরজার সামনে তার লাশ পড়ে থাকা অবস্থায় পুলিশ সংবাদ পেয়ে উদ্ধার করে। হোটেলের পরিচ্ছন্নতাকর্মী পরিস্কার করার সময় মৃতদেহ দেখতে পায়। ডাকাডাকি করায় কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল ম্যানেজার কে জানালে তিনি দরজা খুলে ঐ অবস্থা দেখে পুলিশকে জানায়।
‘পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ কি কিছু জানা গেলো? এই প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা পরে জানানো হবে।,