চকরিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার পর টাকা লুট
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় বসত ঘরে ঢুকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার পর নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী এলাকায় এ ঘটেছে।
নিহত আব্দুর রহিম (৬০) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাঝের ডেইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি এক মেয়ের পরিবারের সঙ্গে চকরিয়ার ছায়রাখালীতে থাকতেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে শফিকুল ইসলাম বলেন, রবিবার সকালে মহেশখালীর মাতারবাড়ীতে বসবাসকারি অসুস্থ এক ছেলেকে দেখতে যান নিহতের স্ত্রী ও মেয়ে। সন্ধ্যায় মাদ্রাসা পড়ুয়া এক নাতি ঘরে ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় নানা মেঝেতে পড়ে আছেন। এসময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুর রহিমকে মৃত অবস্থায় দেখতে পেয়ে অন্য স্বজন ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।
নিহতের মেয়ে শামীমা আক্তার বলেন, ঘটনার সময় তিনি ও তার মা অসুস্থ ভাইকে দেখতে মাতারবাড়ীতে অবস্থান করছিলেন। এসময় দূর্বৃত্তরা কেউ বাড়ীতে না থাকার সুযোগে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। বাড়ীর আলমিরায় রক্ষিত গরু বিক্রি বাবদ নগদ আড়াই লাখ টাকাও দূ্র্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।
ওসি শফিকুল বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে, স্থানীয় জনৈক ব্যক্তির সাথে তার মেয়ের জামাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনাটি জমি বিরোধের জেরে নাকি নিছক ডাকাতির ঘটনার উদ্দেশ্যে ঘটনা তা নিশ্চিত হতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।
শফিকুল জানান, সোমবার দুপুরে নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



