জামালপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা, নিরাপত্তা জোরদার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০১:৩১ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি সমাবেশ ও পথসভার আয়োজন করেছে। নতুন রাজনৈতিক দলটির কর্মসূচিকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এনসিপির জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান জানিয়েছেন, কর্মসূচি সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের ফৌজদারি মোড়ে পথসভার জন্য মঞ্চ নির্মাণের পাশাপাশি ব্যানার-পোস্টার লাগানো হয়েছে, যা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সকালে জেলা পরিষদ ডাক বাংলোয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর বেলা সাড়ে ১১টায় তমালতলা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। তমালতলা, বকুলতলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পথযাত্রাটি ফৌজদারি মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, এনসিপির কর্মসূচিকে ঘিরে শহরে অন্তত ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রয়েছে এপিবিএনের সদস্যরাও। যান চলাচল স্বাভাবিক রাখতে আলাদা ট্রাফিক ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।



