Logo
Logo
×

সারাদেশ

২২ গ্রামের চাঁদায় তৈরি বাঁশের সাঁকো ভেঙে পড়ল কচুরিপানার চাপে

Icon

নাটোর প্রতিনিধি :

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:১১ পিএম

২২ গ্রামের চাঁদায় তৈরি বাঁশের সাঁকো ভেঙে পড়ল কচুরিপানার চাপে

ছবি - সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাঁশের সাঁকোটি কচুরিপানার চাপে ভেঙে নন্দকুজা নদীতে পড়ে গেছে

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের একমাত্র বাঁশের সাঁকোটি কচুরিপানার চাপে ভেঙে নন্দকুজা নদীতে পড়ে গেছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ও কচুরিপানার অতিরিক্ত চাপে সাঁকোটি ভেঙে পড়ে।

উপজেলার চামারী ইউনিয়নের হোলাইগাড়ি জাগরণী সংঘের উদ্যোগে ২০০৮ সালে স্থানীয় ২২টি গ্রাম থেকে চাঁদা তুলে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ এ সাঁকো ব্যবহার করে পারাপার হতেন। সাঁকোটি ভেঙে পড়ায় ওই এলাকার মানুষের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জাগরণী সংঘের সদস্য রাজু আহমেদ বলেন, এই সাঁকোটি ছিল এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা। হঠাৎ কচুরিপানার চাপে ভেঙে যাওয়ায় স্কুলকলেজের শিক্ষার্থী, কৃষকসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন