Logo
Logo
×

সারাদেশ

ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের ‘গ্রীন ডে’ সেলিব্রেশন অনুষ্ঠিত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম

ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের ‘গ্রীন ডে’ সেলিব্রেশন অনুষ্ঠিত

ছবি - ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে গাছের চারা বিতরণ

কিশোরগঞ্জের পরিবেশের সচেতনতা সৃষ্টি ও মোড়কজাত ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত জুসের পরিবর্তে তাজা মৌসুমি ফলের প্রতি কোমলমতি শিশুদের আকৃষ্ট করার লক্ষ্যে ‘গ্রীন ডে’ সেলিব্রেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।


রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে শেষ হলো গ্রীন ডে সেলিব্রেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ নাজমুল করিম খান, কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, মোঃ শফিকুল ইসলাম ফকির মতি প্রমুখ।


এ সময়‎ গ্রীন ডে সেলিব্রেশনে শিশুদের গাছের প্রতি ভালবাসা সৃষ্টি করতে ফল গাছের চারা বিতরণের পাশাপাশি খুদে শিল্পীদের সাংস্কৃতিক উপস্থাপনা ছিল। ‎বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।


প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজমুল করিম খান বলেন, ‘নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের পড়াশোনাসহ অন্যান্য গঠনমূলক সহশিক্ষায় নিয়োজিত করা।’

গ্রীন ডে সেলিব্রেশান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নব উদ্দীপনায় মেতে ওঠেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন