
প্রিন্ট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ এএম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস.এম. ফজলুল হকের মায়ের জানাজা সম্পন্ন
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিজিএমইএ'র প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকে মাতা এবং শিকারপুর-বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মরহুম এস এম এছারুল হক কন্ট্রাক্টরের সহ ধর্মীনী মিসেস মাহফুজা খাতুন (৯৬) ২৪ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯.২০ মিনিটে সময় চট্টগ্রাম নগরীর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৮ পুত্র ৩ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কুয়াইশ শেখ মো. বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সিরাজুল ইসলাম (চট্টগ্রাম-৫, হাটহাজারী-বায়েজিদ আংশিক আসনের সংসদীয় প্রার্থী), সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাগির হোসেন, হাটহাজারী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি খাইরুন নবী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন ডিলার, মজিবুর হক বাবুল, সাবেক যুবদল নেতা আব্দুল মাবুদ শিমুল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ার মোহাম্মদ বাচা, পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব পাভেল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মো. বশির, মো. সালাউদ্দিন এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।