
প্রিন্ট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ এএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের অংশ হিসেবে নারায়ণগঞ্জে শুরু হলো জুলাই পুনর্জাগরণে ব্যতিক্রমী প্রয়াস। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই ভিন্নতর আয়োজনের নাম দেওয়া হয়েছে "জুলাই বিপ্লবের পথে: ভ্রাম্যমাণ বাস, তরুণ থিয়েটার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা"।
আজ শনিবার (২৬ জুলাই) উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘ভ্রাম্যমাণ বাসটি ২৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করবে। সেখানে প্রদর্শিত হবে "জুলাই বিপ্লব" নিয়ে নির্মিত বিভিন্ন তথ্যচিত্র ও ডকুমেন্টারি এবং গ্রাফিতি। পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এরপর নাটক, চিত্রাঙ্কন, গ্রাফিতি আমরা ৫ আগস্টের জাতীয় দিবসে প্রদর্শন করবো। এইগুলো সংরক্ষিতও করা হবে—বলেছেন জেলা প্রশাসক।’
উল্লেখ্য, ‘আমার চোখে জুলাই বিপ্লব" শীর্ষক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ থিয়েটার ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়ন করছে তারুণ্যনির্ভর একাধিক সংগঠন।,
জেলা প্রশাসক তার বক্তব্যে উদ্যোক্তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, এই কর্মসূচির মাধ্যমে আগামী প্রজন্ম ইতিহাসকে জানবে, অনুভব করবে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করবে। তরুণদের মাঝে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
জেলা প্রশাসক বলেন, কয়দিন আগেই জুলাই শহীদ পরিবারের কথাগুলো যখন শুনছিলাম, আহতদের আকুতি শুনছিলাম, সেগুলো আমাদের হৃদয়ে অনেকটা টান দিয়েছে, হৃদয়ে আঘাত করেছে। তাদের ব্যাকুলতাগুলো আমাদের আহত করেছে। এরমধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাগুলো ঘটলো, সেগুলো আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে। সেই কারণে আজকের প্রোগ্রামটি তিনদিন পরে করতে হলো। আমরা বিশ্বাস করি—আমাদের জুলাইয়ের যাত্রায় যে রক্ত ঝরেছিল, যারা আহত হয়েছিলেন, তাদের যে ত্যাগ ছিল, আমরা যেন ভুলে না যাই।
তাদের মধ্যে যে দেশপ্রেম ছিল, সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যে সুন্দর বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন দেখি, বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন দেখি, সেটা যেন বাস্তবায়ন করতে পারি।
তিনি আরও বলেন, ‘আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের মাসব্যাপী এই জুলাই পুনর্জাগরণের আয়োজন স্বার্থক হবে।
যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের প্রতিদান পরিশোধ হবে। যারা আহত হয়েছেন, তাদের বেদনার একটা নিরাপদ স্থান পাবে—একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।
তিনি এই আয়োজনে বেশি বেশি শিক্ষার্থী যাতে অংশগ্রহণ করতে পারে, সেটা খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।,’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জুলাই যোদ্ধারা, মহানগর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য মাওলানা মো. মাইনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ গণমাধ্যমকর্মীরা।