
প্রিন্ট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
জীবননগরে বাড়িতে ঢুকে দিনমজুরকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে বাড়িতে ঢুকে মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় হাসাদাহ ইউনিয়নের সদস্য মো. উসমান আলি জানান, ‘তিন-চার মাস আগে মনিরুল ইসলাম বালিহুদা এলাকা থেকে এসে মাধবপুর গ্রামে বসবাস শুরু করেন। তিনি কৃষিকাজ, কলার ব্যবসা ও দিনমজুরির কাজ করতেন। হঠাৎ করে দুপুরে শুনি কে বা কারা তার ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে।’
তবে কী কারণে এ হত্যাকাণ্ড সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং তদন্ত চলছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।