
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ এএম
রামগতিতে প্রবাসীর স্ত্রী হত্যা : পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:০৯ এএম

ছবি - কথিত প্রেমিক মো. হেলাল
লক্ষ্মীপুরের রামগতিতে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (২৭) হত্যার ঘটনায় কথিত প্রেমিক মো. হেলালের(৩৫) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে নিহতের ভাই মো. আকবর হোসেন বাবর বাদী হয়ে রামগতি থানায় এ মামলা দায়ের করেন।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে বুধবার (২৩ জুলাই) সকালে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চর সীতা এলাকায় মনিরের বাড়ির সামনে হাজীগঞ্জ বেড়ীবাঁধের সড়কের উপরে এ ঘটনা ঘটে।
নিহত রিনা আক্তার (২৭) কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো: মফিজের মেয়ে ও পাটোয়ারীহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
আসামি হেলাল একই উপজেলার চর ফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির শাহজাহানের ছেলে। সে "জনবাণী" পত্রিকার কমলনগর উপজেলার প্রতিনিধি।
ঘটনার পর থেকে হেলাল পলাতক রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত হেলাল ও তার পরিবারের মোবাইলে একাধিকবার ফোন করলে মোবাইল বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, রিনা আক্তারকে হত্যার ঘটনায় তার ভাই মামলা করেছে। আসামিকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে।