
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ এএম
পাইকগাছায় গ্রাম আদালত সক্রিয়করণে সমন্বয় সভা

পাইকগাছা খুলনা প্রতিনিধি :
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৮:১৬ পিএম

ছবি-যুগের চিন্তা
খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়কারণ (৩য় পর্যায়) প্রকল্প বাস্তবায়নে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদারের পরিচালনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল ইউপি সচিব সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
উক্ত সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা,গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে গ্রাম আদালত এর শুনানি কার্যক্রম পরিচালনা,প্রতি মাসের শেষ কর্ম দিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত ও উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তরে প্রদান করতে হবে। গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা,গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালে গ্রাম আদালতের তথ্য হাল নাগাদ করার জন্য নির্দেশনা প্রদান।এছাড়াও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের ক্ষমতা,গ্রাম আদালত পরিচালনায় সদস্যদের দায় দায়িত্ব ইত্যাদিসহ গ্রাম আদালতের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।