
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ এএম
বাইক থেকে পড়ে প্রেমিকার মৃত্যু, থানায় মামলা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৪:৫৭ পিএম

প্রেমিকের সঙ্গে ঘুরতে লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা থেকে রিনা আক্তার (২৫) নামের প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৪ জুলাই রিনার ভাই আকবর হোসেন বাবর বাদি হয়ে রামগতি থানায় একটি মামলা করেন। মামলায় কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. হেলাল (২৮) কে এক মাত্র আসামি করা হয়।
গত বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ- হাজীগঞ্জ বেড়িঁর ওপরে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিনা কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারীর সাথে একই উপজেলার চরফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির মো.শাহজাহানের ছেলে মো. হেলালের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিলো। গত মঙ্গলবার সন্ধ্যায় রিনাকে বাড়ি থেকে বের করে এনে হাজিরহাট বাজারের যে কোন এক বাড়িতে রেখে হেলাল সরে যায়। ধারনা করা হচ্ছে ওই রাতে রিনা নির্যাতনের শিকার হয়েছে। পরে বুধবার ভোরে হেলাল রিনাকে নিতে আসে। ওই সময় রিনাকে নিয়ে সে হাজিরহাট থেকে বের হয়ে রামগতির দিকে রওনা করেন। পথিমধ্যে চরবাদাম ইউনিয়নের হক বাজার এলাকায় তাদের মধ্যে ঝগড়া হয়। তাদের ওই ঝগড়ার দৃশ্য স্থানীয়রা দেখে ফেললে সে রিনাকে নিয়ে দ্রুত ওই জায়গা ত্যাগ করে নিয়ে যায়। পরে কিছু দুরে গিয়ে রিনাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয় এবং হেলমেট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে রিনার মরদেহ বেঁড়ির ওপর পড়ে থাকতে দেখে এলাকাবাসী রামগতি থানা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে মামলার বাদি আকবর বলেন, ‘আমার বোন রিনার পারিবারিক কিছু ঝামেলা নিয়ে হেলালের সাথে রিনার সম্পর্ক হয়। সে আমার বোনের সাথে সম্পর্ক করে তার থেকে বিভিন্ন তালবাহানা করে অনেক টাকা হাতিয়ে নেয়। পাওনা টাকা চাইলে সে আমার বোনকে হত্যা করে রাস্তায় ফেলে যায়। আমি এ হত্যার সঠিক বিচার চাই।,
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, রিনাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।