
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ এএম
সুনামগঞ্জে এনসিপি নেতাদের পদযাত্রা, নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে সুনামগঞ্জ পৌর শহরের হাজিপাড়ায় অবস্থিত সার্কিট হাউজ থেকে পদযাত্রা করে জেলা মডেল মসজিদে (কেন্দ্রীয় মসজিদে) পৌঁছে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে এনসিপি নেতারা আলফাত স্কয়ার পয়েন্টে পদযাত্রা করেন, যেখানে তারা জনসভায় বক্তব্য প্রদান করেন।
মসজিদে প্রবেশ করেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা আজ সুনামগঞ্জের মানুষের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করতে এসেছি। ফ্যাসিস্ট সরকার পতনের জন্য দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান জানাচ্ছি।”
জুমার নামাজের পর বিমান দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।