
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১১:০৪ এএম

ধানের জমিতে হাঁস প্রবেশকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে আমিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত গোলাম আজমকে (৩০) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় আমিরুলের মৃত্যু হয়। এর আগে বিকালে রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামে এই মারামারির ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ও আহতরা একই পরিবারের। যে মারা গেছে তার মায়ের আগের স্বামীর সন্তানরা আমিরুলকে মারধর করেছে। তাদের বাবার নাম সিরাজুল ইসলাম। গত কয়েকদিন আগে ধানের জমিতে হাঁস প্রবেশকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আগামী রবিবার (২৭ জুলাই) মীমাংসার কথা ছিল। কিন্তু তিন দিন আগে বৃহস্পতিবার বিকালে একই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন আমিরুল। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা হবে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’