
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ফের ভয়াবহ ভাঙন

শরীয়তপুর প্রতিনিধি :
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম

জাজিরা প্রান্তে পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। বুধবার গভীর রাতে হঠাৎ ১০০ মিটার বাঁধ নদীতে চলে গেছে। মঙ্গল মাঝিঘাট-সাত্তার মাদবর বাজারের কাছাকাছি এই ভাঙন এক রাতেই নিঃস্ব করে দিয়েছে বহু মানুষকে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত নভেম্বর থেকে এ পর্যন্ত অন্তত পাঁচবার বড় ভাঙন হয়েছে। ৭ জুন, ৭ জুলাই, ৯ জুলাই এবং সর্বশেষ ২৩ জুলাই—প্রতিবারই শত শত মিটার নদীতে বিলীন হয়েছে। জিও ব্যাগ ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। এরই মধ্যে ১ লাখ ৩২ হাজার জিও ব্যাগ ফেললেও ভাঙন থামানো যায়নি।
বুধবার রাতে পদ্মার ভাঙনে ১০টি দোকান সরিয়ে ফেলা হয়েছে। শেষ ১৫ দিনে এই নিয়ে প্রায় ৬০০ মিটার রক্ষা বাঁধ হারিয়ে গেছে নদীর গর্ভে তলিয়ে গেছে ৩৩টি দোকান, ১৫টি বাড়ি। আরও ৫০টি পরিবার নিজের ঘরবাড়ি নিজের হাতেই সরিয়ে নিচ্ছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, ‘বাঁধ পুরোনো হয়ে গেছে, তাই জায়গায় জায়গায় দুর্বলতা দেখা দিচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, ‘পানির উচ্চতা আর স্রোতের তীব্রতা এখন অতীতের চেয়েও ভয়ংকর। তাই কোথাও কোথাও বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি। তবে স্থায়ী বাঁধের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে।’