
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রাধানগর গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিকভাবে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে জুনায়েদ (৮) নামে এক শিশু। জানা গেছে, ‘জুনায়েদ ঢাকাতে থাকতেন তার বাবা-মায়ের সাথে।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় জুনায়েদ। প্রায় ১০ মিনিট চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
‘দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে।’