Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে টেম্পো উল্টে চালক নিহত

Icon

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৩:১৫ পিএম

হাটহাজারীতে টেম্পো উল্টে চালক নিহত

ছবি - দুর্ঘটনাকবলিত টেম্পো

হাটহাজারী থানাধীন ধলই ইউনিয়নের এনায়েতপুর কালীবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যাওয়া টেম্পোর নিচে চাপা পড়ে লিটন বড়ুয়া (৩০) এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে নাজিরহাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত টেম্পোর নিচ থেকে লাশটি উদ্ধার করেছে। সে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে শিমুল বড়ুয়ার পুত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে সড়কের পাশে পড়ে থাকা গাড়িটি দেখে নাজিরহাট হাইওয়ে পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের পাশের খাদ থেকে উঠানোর সময় গাড়ির নিচে যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তার পকেটে পাওয়া আইডি কার্ড লেখা আছে লিটন বড়ুয়া। চালক ওই টেম্পোর নিচে চাপা পড়ে প্রাণ হারিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই সাইদুল ইসলাম জানান, টেম্পোচালকের লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন