Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে বোরকা পরে চেকপোস্ট পার হতে গিয়ে যুবক আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১১:১৯ এএম

টেকনাফে বোরকা পরে চেকপোস্ট পার হতে গিয়ে যুবক আটক

ছবি - টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে এপিবিএন পুলিশের চেকপোস্ট পার হওয়ার সময় আটক রোহিঙ্গা যুবক

কক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে এপিবিএন পুলিশের চেকপোস্ট পার হওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক যুবক রশিদ আহমেদ (২৭) টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের ফরিদ আহমেদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ মডেল থানার অফিসার এএসআই মো. আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স ও ১৬ এপিবিএন পুলিশ সদস্যদের সহায়তায় রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্ট ডিউটিতে ছিলেন। এ সময় কালো রংয়ের বোরকা পরা একজন চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। তাকে সন্দেহজনক মনে আটক করা হয়। পরে তার ছদ্মবেশ বিষয়ে জানা যায়।

তিনি আরও বলেন, পরবর্তী জিজ্ঞাসাবাদে এলোমেলো কথাবর্তাসহ ক্যাম্পে প্রবেশ করার বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি তিনি। এছাড়া তিনি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে। আটক যুবক রশিদ আহমেদ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন