মুন্সীগঞ্জ শহরে দুই দফা উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১০:৪৯ এএম
ছবি -মুন্সীগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান
মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুকের নেতৃত্বে শহরের পুরাতন কাচারী চত্বর থেকে সুপার মার্কেট, প্রধান সড়ক হয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করে টং দোকান, ভাসমান দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দুই দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক।
পৌরসভার কর্মরত আতাউর রহমান অটল জানান, বুধবার দুই দফা উচ্ছেদ অভিযানকালে ফুটপাতে থাকা ভাসমান দোকানের মালামাল উচ্ছেদ করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
গোলাম সারোয়ার ফারুক জানান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুকের নির্দেশে এখন থেকে প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ভ্রাম্যমাণ আদালত। এ জন্য পৌরসভার দুই কর্মচারীকে এ কাজে নিযুক্ত করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে উচ্ছেদ অভিযান চালিয়ে পৌর নাগরিকদের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। আর এ অভিযান প্রতিদিন চলবে।



