Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদল সম্পাদক : প্রোপাগান্ডা করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন জামায়াত আমির

Icon

রাজশাহী প্রতিনিধি :

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:৫৮ এএম

ছাত্রদল সম্পাদক : প্রোপাগান্ডা করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন জামায়াত আমির

ছবি - ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, প্রোপাগান্ডা করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন জামায়াতের আমির।

বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আয়োজিত শাখা ছাত্রদলের ‘জুলাই শহিদদের স্মরণে সভা’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আপনারা দেখেছেন মাইলস্টোন কলেজে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমির গণমাধ্যমে তার বক্তব্যে বলেছেন, তার ধারণা ১০০ জনেরও বেশি মানুষ এখানে মারা গেছেন। আগে জানতাম ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন বট আইডি ব্যবহার করে মিথ্যা-প্রোপাগান্ডা ছড়ায়, কিন্তু একটি মূল সংগঠনের শীর্ষ নেতা এমন প্রোপাগান্ডা ছড়াতে পারে, বিভ্রান্ত করতে পারে, এটি আমার রাজনৈতিক জীবনে প্রথম দেখেছি। জামায়াতের আমিরের বক্তব্যে বিভ্রান্ত হয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা ধর্মঘট করে কয়েকজন উপদেষ্টাকে আটকে রেখেছিল এ অভিযোগে যে, মরদেহের সংখ্যা গোপন করছে সরকার, বিশেষ করে সেনাবাহিনী।’

জামায়াতের আমিরের কড়া সমালোচনা করে নাছির উদ্দিন নাছির আরও বলেন, ‘একশোর বেশি মানুষ মারা গেছে, এমন প্রোপাগান্ডা ছড়িয়ে তিনি কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, সেনাবাহিনীকে নিয়ে তারা মিথ্যাচার করেছেন। আজকের এ আয়োজন থেকে বলতে চাই, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। সেনাবাহিনী মৃতের যে সংখ্যাটি বলেছে, তাতে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যতজন কোমলমতি শিক্ষার্থী শহিদ হয়েছে, সে সংখ্যা কোনোভাবেই লুকানোর সম্ভাবনা নেই। কারণ প্রতিটি অভিভাবক স্কুলের তথ্য, সামাজিক মাধ্যম এবং সাংবাদিকদের মাধ্যমেই যোগাযোগ মেন্টেইন করছেন।

ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিবিরের আসল প্রকাশ্য রূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই অনুমতি দেয়নি৷ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাবির কিছু দুষ্কৃতকারীদের সংঘবদ্ধ সহায়তায় তারা কার্যক্রম পরিচালনা করছে। গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে আমাদের সতর্ক থাকতে হবে৷ তাদের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ। শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সর্দার রাশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। এ সময় রাবি ও রাজশাহী মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন