
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম
অনৈতিক ভিডিও ডিলিট : পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১:০৫ পিএম

ছবি-যুগের চিন্তা
লক্ষ্মীপুরের রামগতিতে পরকিয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে কথিত প্রেমিক হেলাল উদ্দিন পলাতক রয়েছেন। তাকে ধরতে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে এর আগেই বসতঘরে তালা ঝুলিয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যান হেলাল।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। রামগতি থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৩ জুলাই) সকালে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হকবাজার সংলগ্ন বেঁড়ীর উপরে এ ঘটনা ঘটে।
খুনের শিকার রিনা আক্তার (২৭) কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও পাটোয়ারীহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। অভিযুক্ত প্রেমিক হেলাল একই উপজেলার চর ফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির শাহজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুনের শিকার ওই নারী কয়েকমাস আগে পারিবারিক একটি ঘটনার অভিযোগ লেখাতে স্থানীয় হাজিরহাট বাজারের একটি কম্পিউটার দোকানে যান। সেখানে কথিত সাংবাদিক হেলালের সাথে তার পরিচয় হয়। ওই সময় মামলা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করার কৌশলে ওই নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন হেলাল। একপর্যায়ে আরও ঘনিষ্ঠতায় জড়িয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। হেলাল গোপনে ওই অনৈতিক সম্পর্কের ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন।
পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিল অভিযুক্ত হেলাল। ঘটনার আগেরদিন মঙ্গলবার রাতে শ্বশুর বাড়ি থেকে ওই নারীকে ডেকে এনে হাজিরহাট বাজারের কোনো একটি ঘরে রাতভর রেখে কাকডাকা ভোরে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় পূর্বের ধারণ করা অবৈধ সম্পর্কের ওই ভিডিও ডিলিট করাকে কেন্দ্র করে পথিমধ্যে দু'জনার মধ্যে কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে এরই জের ধরে ঘটনাস্থলে পৌঁছলে হেলাল রিনাকে খুন করে রাস্তায় ফেলে রেখে চলে যান।
ঘটনাস্থল থেকে স্থানীয়দের ধারণ করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, খুনের শিকার ওই নারীর মাথার পিছনের অংশে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে। লোকজনের ধারণা পাকা সড়কের সঙ্গে মাথা থেতলে তাকে হত্যা করা হয়েছে।
পরে স্থানীয়রা সড়কের উপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু ছিলনা।