
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম
মাইলস্টোন ট্র্যাজেডি: কক্সবাজারে নিহতদের স্মরণে আলোক প্রজ্জ্বলন ও নিরবতা পালন

কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৮:৩৫ পিএম

ছবি- কক্সবাজারে নিহতদের স্মরণে আলোক প্রজ্জ্বলন ও নিরবতা পালন
ঢাকায় বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে আলোক প্রজ্জ্বল কর্মসূচি ও এক মিনিট নিরবতা পালন করেছে সংস্কৃতি কর্মীরা।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে ‘আমরা সংস্কৃতি কর্মী, কক্সবাজার’ ব্যানারে পালিত হয়েছে এই কর্মসূচি।
কর্মসূচিতে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে এমন ঘটনা যেন পৃথিবীর কোন স্থানে না হয় এমন প্রার্থনা করা হয়।
কর্মসূচিতে সাংবাদিক শংকর বড়ুয়া রুমি, কবি এডভোকেট রিদুয়ান আলী, কবি ও সাংবাদিক নুপা আলম, সংস্কৃতিজন ফয়সল সাকিব, সাংবাদিক আমিরুল ইসলাম রাশেদ, মনির মোবারক, আজিজ উদ্দিন, ইমরান ফারুক অনিক, অজয় মজুমদার, অন্তিক চক্রবর্তী, শেখ মাহেরা পম্পী, তনয় দাশ সবুজ, রাফাইয়েত রুহান, মোহামিনুল্লাহ রানিম প্রমুখ অংশ নেন।