
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম
সান্তাহারে আট মাসেও পায়নি টিসিবি'র স্মার্টকার্ড

আদমদীঘি, বগুড়া, প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম

ছবি-সংগৃহীত
উপজেলার সান্তাহার পৌরসভা শহরের প্রায় তিন হাজার পরিবার দীর্ঘ আট মাস ধরে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)'র স্মার্ট কার্ড এবং পণ্য সামগ্রী পাচ্ছে না। টিসিবির বগুড়া কার্যালয় থেকে স্মার্টকার্ড দিতে ব্যর্থ হবার কারণে এই দীর্ঘ সময় ধরে নিম্ম আয়ের পরিবার সাশ্রয়ী মুল্যের তেল, ডাল, চিনি ও চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
এতে করে পরিবার প্রধান ভোক্তাদের পকেটে টান পড়েছে। তারা হয়ে পড়েছে হতাশ। জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরে টিসিবির কাগজের কার্ডধারী পরিবার সংখ্যা ৩৫৬৯টি। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বর্তমান সরকার কাগজের কার্ড পরিবর্তন করার উদ্যেগ গ্রহন করে। এজন্য প্রতিটি ভোক্তাদের নিকট থেকে কাগজের কার্ডের ফটোকপি সংগ্রহ করে এবং সেগুলো স্মার্ট কার্ড করার জন্য টিসিবির বগুড়া আঞ্চলিক কার্যালয়ে পাঠায় গত ২০২৪ সালের শেষে।
ওই পরিমান কাগজের কার্ডের মধ্যে স্মার্ট কার্ড হিসাবে পৌর সভায় এসেছে মাত্র ৬৫১টি । ফলে শুধু স্মার্ট কার্ডধারীরাই পাচ্ছে টিসিবি পণ্য। অবশিষ্ট ২৯১৮টি পরিবার এই দীর্ঘ সময় ধরে পাচ্ছে না স্মার্ট কার্ড । এতে করে তারা টিসিবির সাশ্রয়ী মুল্যের ওই সব নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না। প্রায় পৌনে এক বছর যাবত দুই হাজার নয় শত ১৮ পরিবার টিসিবির স্মার্ট কার্ড ও পণ্য না পাওয়ার সত্যতা নিশ্চিত করে সান্তাহার পৌরসভার প্রশাসকের মুখপাত্র পৌরসভার প্রকৌশলী মো. রায়হান আলী, বলেন, কারিগরি সমস্যার কারণে স্মার্ট কার্ড প্রস্তুত ও পৌরসভায় আসতে বিলম্ব হচ্ছে, তবে আগামী দুই মাসের মধ্যে উদ্ভুত সমস্যার সমাধান হবে বলে বগুড়া কার্যালয় থেকে জানানো হয়েছে।
এদিকে, পৌরসভার এই কর্মকর্তা বিগত চার মাস আগেও দুই মাস সময় লাগবে বলে জানিয়েছিলেন। এবিষয়ে আর কত মাসে দুই মাস হবে বলে টিসিবির বেশ কিছু ক্ষুব্ধ কার্ডধারী ক্ষোভ প্রকাশ করেন।