
প্রিন্ট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম
সারজিসের সঙ্গে সাক্ষাতে বিচার চাইলেন কুমিল্লার শহীদদের স্বজনরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম

ছবি : সংগৃহীত
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক আবেগঘন মতবিনিময়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ রিফাতের মা, শহীদ ইউসুফের স্ত্রী রেহেনা বেগম এবং শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন, যাঁরা কান্নাজড়িত কণ্ঠে আপন সন্তানদের ত্যাগের স্মৃতিচারণ করে রক্তের বিচার ও ন্যায়ের আহ্বান জানান।
কাজী শারমিন বলেন, “আমার ছেলে রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরাও রক্ত দেব। তবুও যেন এই দেশে আর কোনো স্বৈরাচার না আসে। তোমাদের কাছে দেশকে আমানত রাখলাম বাবা।”
রেহেনা বেগম জানান, “আমার স্বামী ইউসুফ ঢাকায় শনিরআখড়ায় নিহত হন। এখন ৮ বছরের মেয়েকে নিয়ে বড় অসহায় জীবন কাটাচ্ছি। আমরা শুধু রক্তের বিচার চাই।”
অনুষ্ঠানে সারজিস আলম তাদের সান্ত্বনা দেন, এবং পরে হোটেলটির হলরুমে কুমিল্লার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বিশদ মতবিনিময় করেন। তিনি স্বজনদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দলের পক্ষ থেকে সহমর্মিতা ও প্রতিশ্রুতির বার্তা দেন।