
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম

নারায়ণগঞ্জের ১০০ শয্যা জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের প্রধান গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে নারী-পুরুষের দীর্ঘ লাইন। বহির্বিভাগে ডাক্তার দেখাতে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে। হাসপাতালের নিচতলা থেকে দ্বিতীয়তলা পর্যন্ত ডাক্তারের প্রতিটি কক্ষের সামনে রোগীদের দীর্ঘ লাইন। লাইনে থাকা বেশির ভাগ রোগী প্রতি ১০০ জনের মধ্যে ৮০ জনই জ্বরে আক্রান্ত।
সরেজমিনে দেখা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে ভেতরে শতাধিক রোগীর লাইন।
এ বিষয়ে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলাম জানান, প্রতিদিন প্রায় তিন হাজারের বেশি রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার মধ্যে প্রায় তিন থেকে সাড়ে তিন শত রোগীর ডেঙ্গুর পরীক্ষা করা হচ্ছে।