
প্রিন্ট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম
মাইলস্টোনে হতাহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা

সাভার প্রতিনিধি :
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম

ছবি - বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য গোপাল আখড়া কমিটির প্রার্থনা সভা
ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য প্রার্থনা সভার আয়োজন করে গোপাল আখড়া কমিটি।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় নিহতদের জন্য আত্মার শান্তি কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। মহা পবিত্র গীতা পাঠ করেন গোপাল আখড়ার পূজারী বনমালী কৃষ্ণ দাস।
অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক উত্তম ঘোষ।
মন্দির কমিটির সদস্য উজ্জ্বল ঘোষ জানান, গোপাল আখড়া পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের জন্য মঙ্গল কামনা করা হয়।