BETA VERSION মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া
  • ভিডিও

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম

Swapno

সারাদেশ

কিশোরগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের পুরস্কার বিতরণ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম

কিশোরগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের পুরস্কার বিতরণ

ছবি - কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

কিশোরগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় ২০২২-২৩ শিক্ষা বছরের কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, জেলা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ৩৮ কৃতী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ (যুদ্ধ) বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, বিশেষ অতিথি সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম,কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

শিক্ষার্থী আসাদুল্লাহ আলিম ও পূর্ণিমা আক্তার বলেন, শিক্ষা উন্নয়নে এমন প্রণোদনামূলক উদ্যোগকে স্বাগত জানান তারা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করেন।

সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল বলেন, সরকার আজকে যে উদ্যোগ গ্রহণ করেছে পুরস্কার বিতরণের এটার একটা বিশেষ তাৎপর্য হলো যে আগামীতে যারা শিক্ষা জীবনে আসবে তারা যেন উদ্বুদ্ধ হয় তারাও যেন সত্যিকারের ভালো মানুষ হিসেবে এবং লেখাপড়ায় মনোযোগী হয়। আমি মনে করি এধরনের অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্ব সহকারে আলোচনা হওয়া উচিত ছাত্র শিক্ষক সম্পর্কের। আজকে এটার খুব অভাব দেখা যায়। আমরা যখন প্রাইমারি শিক্ষকদের দেখতাম অন্য রাস্তা দিয়ে চলে যেতাম ভয়ে। দোকানের পিছনে লুকিয়ে থাকতাম যেন স্যার দেখতে না পান। যে যত বড় মানুষই হোক না কেন তারা শিক্ষকদের পায়ে ধরে সালাম করতেন। প্রাইমারি থেকে স্নাতকোত্তর পর্যন্ত কারিকুলামে ছাত্র শিক্ষক সম্পর্কের বিষয় অন্তর্ভুক্ত করা হোক।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, এসইডিপি স্কিমের এই পুরস্কার কৃতী শিক্ষার্থীদের জন্য একটি বড় প্রেরণা। ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম বলেন, এই পারফরম্যান্স বেজড গ্র্যান্টস প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ। শিক্ষার মান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রমের ফলেই আজকের এই স্বীকৃতি। আমাদের লক্ষ্য হবে এই অর্জন ধরে রেখে আরো এগিয়ে যাওয়া।

কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা বলেন, এসইডিপির এই উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় একটি নতুন মাত্রা যোগ করেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। শিক্ষা শুধু সার্টিফিকেট নয়, মানুষ গড়ার অন্যতম মাধ্যম। এই প্রকল্প শিক্ষকদের আরো দায়িত্বশীল করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন আনবে বলে আশা করি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


কিশোরগঞ্জ পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের পুরস্কার বিতরণ

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com