
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা সামাদ বেনাপোলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:৩৪ পিএম

ছবি : ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা সামাদ বেনাপোলে গ্রেপ্তার
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে গেলে পাসপোর্ট যাচাইয়ের সময় তার বিরুদ্ধে সাতটি মামলা থাকার তথ্য উঠে আসে।
গ্রেপ্তারকৃত আব্দুস সামাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে। ইমিগ্রেশনের কর্মকর্তা ওসি ইলিয়াছ হোসাইন মুস্নী জানান, তথ্য যাচাইয়ের পর মৌলভীবাজার জেলা গোয়েন্দা সংস্থা (ডিআইও-১) ও সদর থানাকে বিষয়টি জানানো হলে, তার নামে সাতটি মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়।
গ্রেপ্তারের পর বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করা হয়। থানার ওসি মো. রাসেল মিয়া জানান, তাকে মৌলভীবাজার থানায় পাঠানো হবে, কারণ সেখানে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিচার কার্যক্রম চলছে।