BETA VERSION মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া
  • ভিডিও

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম

Swapno

সারাদেশ

খুলনায় দরিদ্রদের নিয়ে কাজ করছে ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’

Icon

খুলনা প্রতিনিধি :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৩ এএম

খুলনায় দরিদ্রদের নিয়ে কাজ করছে ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’

ছবি - সংগৃহীত

খুলনায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়াভিত্তিক দাতব্য সংস্থা ‘লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ’-এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’। ২০১৯ সাল থেকে অদ্যাবধি এ ফাউন্ডেশন এলাকার হতদরিদ্র মানুষের বাসস্থান,খাদ্যসামগ্রী, চিকিৎসা, সেলাই মেশিন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

জানা গেছে, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলসহ পাইকগাছা, কয়রার ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম খোকন সানা এবং মো. মাসুদ সানার তত্ত্বাবধানে এ কার্যক্রম চলমান রয়েছে।

আলমতলা গ্রামের স্থানীয় বাসিন্দা উপকার ভোগী রহিমা বেগম বলেন, আমি গরিব মানুষ। এক সময় পলিথিন ফুটা হয়ে ঘরে বৃষ্টির পানি পড়ত। ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের অর্থায়নে প্রোগ্রাম কোঅর্ডিনেটর খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমানের সহযোগিতায় এখন একটি নতুন ঘর পেয়েছি। শান্তিতে থাকতে পারছি।

মহেশ্বরপুর গ্রামের প্রতিবন্ধী সানজিদা আফরিন বলেন, প্রতিবন্ধী হওয়ার কারণে চলাফেরায় অনেক সমস্যায় পড়তাম। ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন আমাকে একটি হুইলচেয়ার দেওয়াতে চলাফেরা করতে পারছি। প্রতিবন্ধীদের কল্যাণে এ সংগঠনটি কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের দরিদ্র হায়দার আলী বলেন, ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের দায়িত্বে থাকা মাসুদ সানা আমাদের ২৪ প্রকার বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করছেন। যেটা পেয়ে সত্যিই আমরা ভালোভাবে দিনাতিপাত করছি।

উপজেলার হরিনগর পাঞ্জেখানা মসজিদের ইমাম মেহেদী হাসান জানান, এলাকার মসজিদ দূরে হওয়ায় মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হতো সে কারণে মোঃ শরিফুল ইসলাম খোকন সানার সহযোগিতায় ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। ফলে এলাকার মুসল্লিদের দূরের মসজিদে নামাজ পড়তে যাওয়া লাগছে না। মসজিদটি পেয়ে সত্যিই আমরা আনন্দিত।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত পাইকগাছা- কয়রা এলাকায় ৯৩টি নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এলাকায় সুপেয় পানির সংকট সমাধানে প্রায় ১শ’টি টিউবওয়েল বসানো হয়েছে। প্রায় ১ হাজার পরিবারকে চাল-ডাল-তেলসহ ২৪ প্রকারের খাদ্যসামগ্রী দিয়ে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া হচ্ছে। নারীদের আত্ম কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ৪টি নতুন পাঞ্জেগানা মসজিদ নির্মাণ ও মসজিদে আজান দেওয়ার জন্য ৫টি মাইকসেট প্রদান করা হয়েছে।

এছাড়া শীতবস্ত্র বিতরণ, মৃতদেহ বহনের জন্য ৪টি খাটিয়া নির্মাণ, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ ও ৬০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

স্থানীয় সমাজসেবক মো. শরিফুল ইসলাম খোকন সানা বলেন, ‘এলাকার মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা পাশে থাকি। এই সহযোগিতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘আমাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছে লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত ধর্ম। আমরা চাই, সমাজের অন্যরাও এই মানবিক কাজে এগিয়ে আসুক।’’

মানবিক সহায়তা অব্যাহত রাখতে ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’- এর এমন মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।


খুলনা দরিদ্রদের নিয়ে কাজ করছে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com