
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা-মামলা

গাজীপুর প্রতিনিধি :
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম

গাজীপুরে অটোরিকশাস্ট্যান্ডে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। সদরের বানিয়ারচালা এলাকার শাহজাহান আলীর স্ত্রী জোছনা বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আহমেদ জানান, গত রোববার রাতে দায়ের করা ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন– গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওরফে জসিম তাজ, স্বেচ্ছাসেবক দলের কর্মী রাকিব সরকার, দেলোয়ার হোসেন ও তরিকুল ইসলাম হৃদয়।
মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঘের বাজার সাফারি পার্ক সড়কে অটোরিকশা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এই চাঁদা আদায়ের প্রতিবাদ করে আসছিলেন জোছনা বেগমের স্বামী শাহজাহান আলী ও প্রতিবেশী মিয়ার উদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ জুলাই বিকেলে শাহজাহান আলী ও মিয়ার উদ্দিন বাড়ি ফেরার পথে মামলার আসামিরা তাদের ওপর হামলা চালায়। এতে শাহজাহান, মিয়ার উদ্দিন, শহীদুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। মিয়ার উদ্দিনের ছেলে সুমনের মাথায় রড দিয়ে আঘাত করে ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে জানান বাদী।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী ওরফে নছ মিয়া বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট একটি মামলা করেছে। এ রকম কোনো ঘটনাই ঘটেনি। তদন্ত করলেই সত্যটা বেরিয়ে আসবে।’
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।