
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৪৫ এএম
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৩:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় দোকানের সিঁদ কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত মোহাম্মদ রিদুয়ান (২২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, মঙ্গলবার রাতের যে কোনো সময় স্থানীয় মঞ্জুর আলমের কাঁচা দোকানঘরে চুরি করতে যায় এক যুবক। ওই যুবক দোকানের টিনের বেড়া কেটে দোকানের ভিতরে প্রবেশের চেষ্টা চালায়। এতে তারের সঙ্গে জড়িয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
ওসি বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই যুবকের মৃতদেহ দেখতে পায়। তার শরীরের অর্ধেক অংশ দোকানের ভিতরে এবং অপর অংশ বাইরে থাকা অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।