Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রদল-ছাত্রশিবির ধাওয়া-পাল্টা ধাওয়া

Icon

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:২১ এএম

চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রদল-ছাত্রশিবির ধাওয়া-পাল্টা ধাওয়া

এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামের চকবাজারে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তিকে থানা থেকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চলে।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের (উত্তর) সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, ‘আমাদের কর্মী আরিফুল ইসলামকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে চকবাজার থানায় গেলে যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের কর্মীদের ওপর হামলা চালায়।’

ঘটনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত দেড়টায় পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি চকবাজার থানা পুলিশ। এ ব্যাপারে থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি। কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

অভিযোগ প্রসঙ্গে এমদাদুল হক বাদশাকে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শেখ রাসেল বলেন, ‘এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু শিবিরের নেতাকর্মীরা থানায় গিয়ে দাবি করেছেন ওই ছাত্রলীগ নেতা তাদের কর্মীওই ছেলে ছাত্রলীগের নেতা এটার যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের দেখিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরাএক পর্যায়ে তারা ছাত্রদল নেতাকর্মীদের ঘিরে ধরে হামলা চালায়পরে ছাত্রদলযুবদলের নেতাকর্মীরা জড়ো হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির রাত পৌনে দুইটায় বলেন, ‘এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন