Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে বিক্ষোভ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম

কক্সবাজারে বিক্ষোভ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

ছবি - বিএনপি নেতা ছৈয়দ নুর

কক্সবাজারে বিক্ষোভ মিছিলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ছৈয়দ নুরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ছৈয়দ নুর (৬০) বিএনপির কক্সবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি সদরের পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

রোববার বিকালে সংসদীয় কক্সবাজার-৩ আসনের (সদর, রামু ও ঈদগাঁও) বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি আব্দুর রহিম সিকদার হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিলপূর্ব সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি ছৈয়দ নুরও বক্তব্য রাখেন। সমাবেশ শেষে আয়োজিত মিছিলে তিনিও অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

লুৎফুর রহমান কাজল বলেন, বিকালে ছৈয়দ নুর অন্য নেতাকর্মীদের সাথে স্থানীয় বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেনতিনি বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্যও রাখেনসমাবেশ শেষে বের হওয়া মিছিলেও তিনি অংশগ্রহণ করেনমিছিলটি শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় পৌঁছলে ছৈয়দ নুর হোঁচট খেয়ে পড়ে যান।

এতে তিনি অবচেতন হয়ে পড়লে পাশে থাকা দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাতে বিএনপির এ নেতা বলেন, মিছিলে হাঁটার সময় বিএনপি নেতা ছৈয়দ নুর হৃদরোগে আক্রান্ত হন। এতে তার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন, হিটস্টোকে তার মৃত্যু ঘটেছে।

লুৎফুর রহমান কাজল জানান, বিএনপির প্রয়াত নেতা ছৈয়দ নুরের মৃতদেহ এখন বাড়িতে রয়েছেসোমবার সকাল ১০টায় পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার কেজি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন