Logo
Logo
×

সারাদেশ

পাখির আশ্রয়ের কথা ভেবে জামগাছ লাগালেন নারায়ণগঞ্জ ডিসি

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম

পাখির আশ্রয়ের কথা ভেবে জামগাছ লাগালেন নারায়ণগঞ্জ ডিসি

ছবি-যুগের চিন্তা

সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এবার পাখির খাদ্য ও আশ্রয়ের জন্য জামগাছ রোপণ করলেন। এছাড়া পুরাতন বৃক্ষের উপর পাখির বাসা নির্মাণ কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছেন এ সবুজ বিপ্লবের নায়ক।

গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের লেকপার্ক (ডিএনডি খাল) ওয়াকওয়েতে চার কিলোমিটার এলাকাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। পাখিদের বিশ্রাম ও খাদ্যের বিষয়টি মাথায় রেখে তিনি একটি জামগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের উৎসাহিতও করেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন, খুব দ্রুতই পাখিদের নিরাপদ বাসস্থানের জন্য গাছের উপর পাখিদের বাসা নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন পুরাতন বৃক্ষে পাখিদের বাসা নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য স্থানেও পাখিদের নিরাপদ বাসস্থান বৃদ্ধির এই কার্যক্রম প্রসারিত করা হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিট আজ এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ১০ মে থেকে ১০ জুলাই পর্যন্ত আমরা ইতিমধ্যেই ১ লক্ষ গাছ লাগিয়েছি খুবই পরিকল্পনা মাফিকভাবে। যেমন নদী ও খালের পাশে ডাব গাছ লাগিয়েছি, কিন্তু হাসপাতালগুলোর পাশে আমরা রোগীদের কথা বিবেচনায় নিয়ে ডাব গাছ লাগিয়েছি। একইভাবে পর্যটন এলাকায় অধিকভাবে কৃষ্ণচূড়া ও কদম গাছ লাগিয়েছি।

জেলা প্রশাসক আরও জানান, জেলার সবুজায়নের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন না নারায়ণগঞ্জকে সম্পূর্ণ বাসযোগ্য করা যায়। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ৮০০ গাছ রোপণের জন্য ধন্যবাদ জানান এবং আগেই রোপিত এক লক্ষতম গাছের মাইলফলকে সবার অংশগ্রহণের প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ), রেড ক্রিসেন্টের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের ম্যানেজার, জেলা ইউনিটের ফোকাল পারসন ও স্বেচ্ছাসেবীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন