
প্রিন্ট: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম
শহীদরা পুরো বাংলাদেশের, তাদের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি: নাহিদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি বৃহৎ পরিবার হিসেবে জনগণের পাশে দাঁড়াতে চায়। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের নিউমার্কেট হোটেল সৈকতে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, "আমরা সারা দেশে শহীদ পরিবারের সঙ্গে বসছি, তাদের কথা শুনছি। অনেক এলাকায় সমস্যাগুলো এখনও রয়ে গেছে। প্রশাসনের ভেতরে স্বৈরাচারের দোসররা সক্রিয় থাকায় অনেক উদ্যোগ বাস্তবায়িত হয়নি কিংবা দেরি হচ্ছে।"
তিনি জানান, দলীয়ভাবে ‘শহীদ কল্যাণ ও আহত সেল’ গঠন করা হয়েছে এবং একটি স্থানীয় সংগঠনের সহায়তায় পুনর্বাসন কার্যক্রম চলছে। শহীদ পরিবারের নম্বর ও তথ্য পুনরায় সংগ্রহ করে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এনসিপি।
জুলাই আন্দোলনের ঘোষণাপত্র নিয়ে নাহিদ ইসলাম বলেন, “৩ আগস্ট ঢাকায় একটি বড় কর্মসূচির আয়োজন করা হচ্ছে, যেখানে জাতীয় সনদ নিয়ে সরকারের প্রতি চাপ সৃষ্টি করা হবে। সরকারও আশ্বস্ত করেছে, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ প্রদান করা হবে।”
সাক্ষাৎকালে শহীদ পরিবারের সদস্য ছাড়াও এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি রাঙামাটির উদ্দেশে রওনা দেয়।