প্রিন্ট: ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৮ এএম
খুলনায় মদপানের পর বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম
ছবি- খুলনায় মদপানের পর বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু
খুলনার বয়রা এলাকায় বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৯ জুলাই) রাতে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), মধ্যপাড়ার সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), এবং পাবলিক কলেজ সংলগ্ন এলাকার তোতা (৬০)। নিহত তোতার মরদেহ ইতোমধ্যে বরিশালের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এছাড়া সাত্তার নামে একজন ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ মেডিসিন ‘এলকোলি’ দিয়ে হাতে তৈরি মদ পান করার ফলে এই মৃত্যুর ঘটনা ঘটে। এতে ব্যবহার করা হয় চুনের পানি ও ঘুমের ওষুধ, যা শরীরের জন্য মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খান আহমেদ ইসতিয়াক জানান, হাসপাতালে আনা দুইজনের মৃত্যু বিষক্রিয়ার কারণেই হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “আমরা শুনেছি মদপানজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

