জুলাই পদযাত্রা
পদযাত্রা সহকারে কক্সবাজারে এনসিপির কেন্দ্রীয় নেতারা; সমাবেশ শুরু
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৩:৪৫ পিএম
ছবি- পদযাত্রা সহকারে কক্সবাজারে এনসিপির কেন্দ্রিয় নেতারা
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ কক্সবাজার শহরে এসে পৌঁছেছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। শনিবার দুপুর ২ টায় কক্সবাজার কেন্দ্রিয় বাসটার্মিনাল থেকে পদযাত্রা সহকারে জুলাই যোদ্ধারা কক্সবাজার শহরে প্রবেশ করে।
এর পর কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে সমাবেশ শুরু হয়েছে।
মঞ্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
এর আগে শনিবার সকাল ১০ টা থেকে কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ জন্য জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন শেষে সকল দলের মানুষ বাস টার্মিনালে জমায়েত হন। ওখানে থেকে পদযাত্রা শুরু করে দুপুর ২ টায় সমাবেশ মঞ্চ পৌঁছেন তারা। মঞ্চে এখন স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য শুরু করেছেন।



