ভোলায় কোস্টগার্ডের অভিযানে সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:৪২ পিএম
ছবি- সংগৃহীত
ভোলার চরফ্যাশন উপজেলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চরফ্যাশন বাজারে এই অভিযান চালানো হয় গোপন সংবাদের ভিত্তিতে।
অভিযানের সময় স্থানীয় ১০টি গুদামে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা। এই জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন ধরনের জাল—কারেন্ট জাল, চরঘেরা জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, এবং বেহুন্দি জাল। পাশাপাশি পাওয়া যায় প্রায় ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সকল অবৈধ জাল ধ্বংস করা হয়। পলিথিন হস্তান্তর করা হয় ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করে যাবে। স্থানীয় জনগণের মধ্যে এই অভিযানের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এতে মাছের প্রজনন নিরাপদ হবে এবং নদী ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



