Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় পানি নিষ্কাশন ও জলবদ্ধতা নিরশনের দাবিতে মানববন্ধন

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৪:১৬ পিএম

পাইকগাছায় পানি নিষ্কাশন ও জলবদ্ধতা নিরশনের দাবিতে মানববন্ধন

"খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে কোন স্লুইস গেট না থাকায় ১৬' শ বিঘার অধিক জমি ও অসংখ্য বাড়ী-ঘর জলবদ্ধতায় নিমজ্জিত। দ্রুত জলবদ্ধতা নিরশন ও একটি স্লুইস গেট নির্মানের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।,

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে গড়ইখালী পরিত্যাক্ত ওয়াপদা অফিসের প্রধান সড়কে শ'শ এলাকাবাসী মানববন্ধনে অংগ গ্রহণ করেন।

স্থানীয় সমাজসেবক জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও মাদ্রাসা সুপারঃ মাওঃ আমিনুল ইসলাম।

জহির রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স ম রিজাউল করিম,মোঃ আমিনুল হক,মোঃ মফিজুল ইসলাম লিটু,প্রভাষক শহীদ আইয়ুব, সাবেক ছাত্রনেতা মাষ্টার এস এম হাফিজুর রহমান,আব্দুল গনিসহ এলাকার বিশিষ্ট সুধীজনেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৭ বছর আগে নিকারীর ছোপ খালের মাথায় এলাকাবাসী একটা কালভার্ট নির্মান করেছিলেন। সেখান দিয়ে পানি সরবরাহ হতো। কিন্তু সেটা নষ্ট হওয়ায় এলাকায় পানি উঠা-নামার কোন ব্যবস্থা নেই। যার ফলে এলাকাবাসী শুকনো মৌসুমে খড়ার শিকার ও বর্ষা মৌসুমে পানিতে নিমর্জিত হয়। কোন রকমে স্যালোমেশিনে পানি তুলে চিংড়ী,মাছ চাষ ও কৃষি ফসলের উদ্যোগ নিলেও বার বার ক্ষতিগ্রস্ত হতে হয়। মানববন্ধনে বক্তারা আরও বলেন,অনেকেই জলবদ্ধতার কারণে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র মানবেতর জীবন যাপন করছে। ভোটের আগে সকল এমপি ও চেয়ারম্যান প্রার্থীরা বলেছিলেন নির্বাচিত হতে পারলে এ সমাস্যা আর থাকবেনা। কিন্তু ৪ জন এমপি,কয়েকজন চেয়ারম্যানকে আমরা নির্বাচিত করেছি। অথচ আমাদের সমাস্যা সমাধান কেউ করেননি। স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশ নিয়ে অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত যদি পানি নিষ্কাশন ও নতুন একটা স্লুইস গেট নির্মান করা না হয় তাহলে তারা আমরণ অনশন কর্মসুচী পালন করবেন বলে জানান বক্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন