Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে অটোরিক্সা চালক অপহৃত

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৩:১৩ পিএম

টেকনাফে অটোরিক্সা চালক অপহৃত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হরিখোলা চাকমা পাড়া এলাকার পাপেল চাকমা (১৮) নামের একটি অটোরিক্সা চালককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭ টায় হোয়াইক্যং- বাহারছড়া সড়কের ঢালায় সোনালী ব্যাংক নামক স্থান থেকে তাঁকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবুল হাশেম।

পাপেল চাকমা হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা চাকমা পাড়া এলাকার বাসিন্দার চন্দ্রমনি চাকমার ছেলে।

মোহাম্মদ আবুল হাশেম বলেন, শুক্রবার সকালে হোয়াইক্যং হরিখোলা চাকমা পাড়া এলাকার বাসিন্দা পাপেল নামে একজন চাকমা যুবক অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাহারছড়া শামলাপুর সিএনজি স্টেশনে গাড়ির সিরিয়াল দেওয়ার জন্য রওনা হচ্ছিল। হঠাৎ একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের সোনালি ব্যাংক ঢালার মুখে স্থানে পৌছলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নেমে রাস্তা আটকিয়ে অটোরিক্সা থেকে নামিয়ে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে গহিন পাহাড় নিয়ে যায়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকেই শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ দেয়নি। তারপরও তাদের  উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চলছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৫জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন