Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ার পুলিশ সদস্যের স্ত্রী ধর্ষণকারী চোর গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম

চকরিয়ার পুলিশ সদস্যের স্ত্রী ধর্ষণকারী চোর গ্রেপ্তার

ছবি : চকরিয়ার পুলিশ সদস্যের স্ত্রী ধর্ষণকারী চোর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণকারী ধর্ষক মো. আবুল কালাম প্রকাশ পারভেজকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের পর বুধবার পুলিশ অভিযান পরিচালনা করে আরও কয়েকজন আসামীর সাথে তাকেও গ্রেফতার করে।  চুরি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় । পরে তার মোবাইল কল লিস্ট ধরে এবং ভিকটিম ছবি দেখে আবুল কালাম পারভেজকে ধর্ষক হিসেবে শনাক্ত করে। 

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নস্বর ওয়ার্ড মগবাজার খামার পাড়ার মেহের আলীর ছেলে। সে বর্তমানে লামার ইয়াংছা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

তার বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্ট, চুরিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে গ্রেপ্তার এড়াতে একাধিক বিয়ে ও চকরিয়া এবং লামার ভিন্ন ভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। 

ওসি মো. শফিকুল ইসলাম জানান, গত সোমবার ১৫ (জুলাই) রাত তিনটার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাড়া বাসার  নিচতলায় জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে মুখোশ পড়া এক ব্যক্তি। পরে দরজা দিয়ে ঢুকে ছুরির ভয় দেখিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করে। ভিকটিমের মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় সে। ভাড়া বাসায় পুলিশ কনস্টেবলের স্ত্রী দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। স্বামী চাকুরির সুবাধে কক্সবাজারে ছিলেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী পুলিশ কনস্টেবল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন