
প্রিন্ট: ১১ অক্টোবর ২০২৫, ০১:০৮ এএম
বগুড়ায় বজ্রপাতে স্কুলছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম

বগুড়ায় বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুর একটার দিকে সারিয়াকান্দি উপজেলার নয়পাড়ার চরে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিশাদ বৈরাগী । সে কাজলা ইউনিয়নের দক্ষিণ বেনীপুর এলাকার মৃণাল কুমার বৈরাগীর ছেলে। এছাড়াও সে হাটশেরপুরের খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা বলেন, দুপুরের দিকে নিশাদ যমুনা নদীর নয়াপাড়ার চরে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে নিশাদ গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।