সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, ফেসবুকে সারজিস আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত 'জুলাই পদযাত্রা' সমাবেশ শেষে গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে জেলার লঞ্চঘাট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়, যা রিপোর্ট লেখা পর্যন্ত চলমান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন, “আমাদের ওপর আক্রমণ চালিয়েছে সরকারদলীয় সন্ত্রাসীরা, পুলিশ শুধু দাঁড়িয়ে দেখেছে।” তিনি আরও লেখেন, “এখান থেকে যদি ফিরে যাই, তবে মুজিববাদের কবর রচনা করেই ফিরব—না হলে ফিরব না।”
দুপুরে সমাবেশ শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফেরার পথে সড়ক অবরোধ করে হামলা চালানো হয়। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের এনসিপি নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায়।
গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর এপিসি মোতায়েন করা হয়েছে এবং কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।



