আদমদীঘির অপকহৃত অর্নাস পরীক্ষার্থী মুক্তিপণের ছাড় পায়নি
এমএইচ জামান, আদমদীঘি, বগুড়া :
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম
উপজেলার সান্তাহার পৌর শহরের গুলশান আবাসিক এলাকার ইমন চন্দ্র নামের অনার্স শেষ বর্ষের এক পরীক্ষার্থীকে নওগাঁ শহর থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ মিলেছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের গুলশান (হাউজিং কলোনি) আবাসিক এলাকার বাসিন্দা, পৌরসভার সদ্য অবসরপ্রাপ্ত কর্মচারি বিকাশ চন্দ্র প্রামানিকের ছোট ছেলে ইমন চন্দ্র প্রামানিক(২৭) পাওনা টাকা নিতে রবিবার রাতে সান্তাহারের বাড়ি থেকে পাশের নওগাঁ শহরের নওজোয়ান মাঠ এলাকার এক বন্ধুর কাছে যাওয়ার জন্য বের হয়। এরপর অনেক রাত হলেও সে বাড়ি ফিরে আসেনি। তার বাবা,মা ও ভাই মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য ফোন করে কিন্তু ফোনটি বন্ধ পায়।
পরে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি খোঁজ নেয়ার সময় সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ইমনের বাবা বিকাশ চন্দ্র প্রামানিকের মোবাইল ফোনে ফোন করে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং ঘটনাটি পুলিশকে অবগত করা হলে ইমনকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।
এদিকে ছেলেকে ফিরে পাওয়ার আশায় মুক্তিপণ দাবি করা ব্যক্তির দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর এবার ইমনের মোবাইল ফোন নম্বর দিয়ে ফের ১০ হাজার টাকা দাবি করে। পরে মুক্তিপণ দাবি করা ও ইমনের ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। এঘটনায় অপহৃত ইমনের বাবা বিকাশ চন্দ্র সোমবার রাতে আদমদীঘি থানায় সাধারণ ডাযেরি দায়ের করে।
মঙ্গলবার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস,এম মোস্তাফিজুর রহমান জিডি দায়েরের বিষয় নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বলেন ঘটনাটি আমার থানার পাশের নওগাঁয়। ইমনকে উদ্ধার ও অপরাধী সনাক্ত করতে উভয় থানা পুলিশ জোর তৎপরতা শুরু করেছে। এদিকে ছেলের ভাগ্যে কি ঘটেছে বা ঘটবে সেটা নিয়ে চরম উৎকন্ঠা ও আতঙ্কে রয়েছে অপহরণের শিকার শিক্ষার্থী ইমনের বাবা,মা ও ভাইসহ স্বজনরা।



