নরসিংদীর রায়পুরায় আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত উজ্জ্বল মিয়া (৩৩) নামের একজন যুবকের খণ্ড মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশনসংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত উজ্জ্বল মিয়া উপজেলার পিরিজকান্দীর সাধুনগর এলাকার মো. মাস্তো মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে ওই যুবক রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি একাধিক বার হুইসেল দিলেও ওই যুবক শুনতে পাচ্ছিলেন না। একপর্যায়ে ওই ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর খণ্ড-বিখণ্ড হয়ে যায়। পরে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার ছোট ভাই রাকিব মিয়া ঘটনাস্থলে এসে পরনের কাপড় দেখে মরদেহ শনাক্ত করেন। দুপুর ১২টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ উদ্ধার করেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো, জহুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের 'অভিযোগ নেই' মর্মে আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।



