
প্রিন্ট: ১১ অক্টোবর ২০২৫, ০২:১১ এএম
চা দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁ কর্মীকে খুন

সিলেট প্রতিনিধি :
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম

সিলেট নগরে একটি রেস্তোরাঁয় চা দিতে দেরি হওয়ায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সকালে নগরীর কাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
নিহত মো. রুমন মিয়া (২৪) দক্ষিণসুরমা উপজেলার জলালপুর গ্রামের বাসিন্দা এবং কাজিরবাজারের মাছ বাজারের পাশের একটি রেস্তোরাঁর কর্মী ছিলেন। এ ঘটনায় অভিযোগের মুখে থাকা আব্বাস (৫০) কাজিরবাজার এলাকার একটি মার্কেটের পাহারাদার।
অতিরিক্ত উপকমিশনার সাইফুল বলেন, সকাল ৭টার দিকে চা দেওয়া নিয়ে রুমন মিয়ার সঙ্গে আব্বাসের বাকবিতণ্ডা হয়। পরে সকাল ৯টার দিকে আব্বাস কয়েকজনকে নিয়ে এসে রুমনকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেস্তোরাঁ মালিক লিটন বলেন, সকালে আব্বাস চা খেতে এসেছিল। চা দিতে দেরি হওয়াতে সে রুমনকে গালিগালাজ করে। বিষয়টি স্থানীয়রা মিটিয়ে দেন। পরে সকাল নয়টার দিকে আব্বাস তার ছেলেসহ পাঁচজনকে নিয়ে এসে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে জানিয়ে জানান অতিরিক্ত উপকমিশনার সাইফুল।