Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে চাকরিতে পুনর্বহাল ও দুই কর্মকর্তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

Icon

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:৩৬ এএম

গাজীপুরে চাকরিতে পুনর্বহাল ও দুই কর্মকর্তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ছবি - সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে ছাঁটাই করা ১৭ শ্রমিককে পুনর্বহাল এবং কারখানার দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ন নিটওয়্যার লিমিটেড নামের কারখানায় এ বিক্ষোভ শুরু হয়।

পুলিশ ও কারখানার কয়েক শ্রমিকের সূত্রে জানা গেছে, সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি আদায়ের বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়। এসব আন্দোলনে যেসব শ্রমিক নেতৃত্ব দিয়েছেন, সম্প্রতি তাঁদের একটি তালিকা তৈরি করে কারখানা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ছুটির পর কারখানাটির প্রধান ফটকে ১৭ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ টানিয়ে দেওয়া হয়। পরের দিন শুক্রবার কারখানা বন্ধ ছিল। আজ শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে ১৭ শ্রমিকের ছাঁটাইয়ের বিষয়টি জানতে পারেন। পরে সকাল আটটার দিকে তাঁরা কর্মবিরতি শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদত্যাগের দাবি তোলেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

ফারহান আহমেদ নামের এক শ্রমিক বলেন, ১৭ শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই শ্রম আইনের পরিপন্থী। কারখানাটির শ্রমিকদের দাবি আদায়ে তাঁরা বিভিন্ন সময়ে বিক্ষোভ করলেও কোনো ধরনের ক্ষতি করেননি। ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন