ছবি -এসএসসিতে জিপিএ-৫ পাওয়া লিতুন জিরার বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না
মনিরামপুরে থুতনির (মুখ) সাহায্যে লিখে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া লিতুন জিরার শেখপাড়া খানপুর গ্রামের বাড়ি গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের পক্ষে ওই বাড়ি যান তিনি। অচিরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে লিতুন জিরাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান।
উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের কলেজশিক্ষক হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির একমাত্র সন্তান লিতুন জিরা। জন্ম থেকেই হাত-পা নেই। আছে অদম্য ইচ্ছাশক্তি। থুতনির সাহায্যে লিখে ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পায় সে। এবারও এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছে। লিতুন জিরা বলে, ‘সমাজের বোঝা হতে চাই না। তাই মন দিয়ে লেখাপড়া করছি। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।’
লিতুনের বাবা বলেন, লিতুন নম্রভদ্র। লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ। বরাবরই সে ভালো ফল করছে। জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায়ও তার ভালো ফলে আমরা খুশি।
ইউএনও নিশাত তামান্না বলেন, অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যে সবকিছু অর্জন করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত লিতুন জিরা।



