নবাবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ১
দোহার- নবাবগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:০৫ পিএম
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় বজ্রপাতে সানি (১৪) নামে এক কিশোরের মৃতু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে বাড়ির অদূরে এ দুর্ঘটনা ঘটে।
সে উপজেলার পুরাতন বান্দুরা এলাকার মো.সোহেলের ছেলে। এ ঘটনায় আল-মিরাজ (২০) নামে একজন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ভাবে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশবর্তী একটি মাঠে ফুটবল খেলতে যায় সানি ও আরো কয়েকজন। এ সময় বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে সানির শরীরের পীঠের অংশ পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আল-মিরাজ আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ও আল-মিরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। সানি বান্দুরা স্থানীয় একটি গ্রীলের দোকানে কাজ করতো বলে জানা গেছে।



